পাবনার ভাঙ্গুড়ার শান্ত শরৎনগর স্টেশন। যেখানকার চারপাশ সকাল থেকে রাত অবধি থাকে নিরিবিলি ও শান্ত। এই শান্ত স্টেশনটিই রূপ নেয় এক ভয়াবহ সংঘর্ষে। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। লাঠিসোঁটা, ইটপাটকেল ছোড়াছুড়িতে স্টেশন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ নামে দুজন রয়েছেন। রেলওয়ে সূত্র জানায়, রোববার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের কারণে সোমবার রাতে একতা এক্সপ্রেসকে শরৎনগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা হঠাৎ স্টেশন মাস্টারের ওপর হামলার চেষ্টা চালায়। মুহূর্তেই যাত্রীরা দলবেঁধে নেমে তাণ্ডব শুরু করে। স্থানীয়রা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।...