পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে জেন-জি আন্দোলনের তৃতীয় ধাপের বিক্ষোভে উত্তাল হয়েছে দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিভিশনের ভাষণে তিনি জনগণের ক্ষোভ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। রাষ্ট্রপতি রাজোয়েলিনা বলেন, “যদি আমাদের কর্মকর্তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আমরা তা স্বীকার করি এবং ক্ষমা চাইছি। বিদ্যুৎ বিভ্রাট, পানি সরবরাহের সমস্যা এবং তরুণদের অসন্তোষ আমরা বুঝতে পেরেছি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করব এবং তরুণদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।” জেন-জি নেতৃত্বাধীন এই আন্দোলন বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে শুরু হয়। রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী ছুটে আসেন। আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার নেপাল থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু হওয়া এই আন্দোলন মাদাগাস্কারে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। রাজধানী আন্তানানারিভোতে পুলিশের টিয়ার গ্যাস ব্যবহার করে...