২০২৬ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকবে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) চলতি মাসের সংস্করণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্কহার ২০২৪ সালে ২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ১৯৩০ এর দশকের মহামন্দার পর সর্বোচ্চ। এ কারণে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে ভুটানের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ এবং ভারতের সাড়ে ৬ শতাংশ, যা যথাক্রমে দ্বিতীয় ও প্রথম অবস্থান। অপরদিকে, আফগানিস্তানের প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৭ শতাংশ। পাকিস্তান ও শ্রীলঙ্কা পাবে ৩ শতাংশ প্রবৃদ্ধি। বিপরীতে, কাজাখস্তানে তেল উৎপাদন...