কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে গত এক সপ্তাহে ৭টি অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে ভেড়ামারা প্রেস ক্লাবে তালা, দোকান ও জমি দখলের অভিযোগ ওঠে এসেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খুলে এসব অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ বাক্স খুলে অভিযোগপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। একটি অভিযোগপত্রে ভেড়ামারা প্রেস ক্লাব তালাবদ্ধ করে রাখার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দীর্ঘ এক বছর এক মাস কতিপয় সাংবাদিক ভেড়ামারা প্রেস ক্লাবকে নিজের সম্পত্তি মনে করে তালাবদ্ধ করে রেখেছে। আওয়ামী সরকারের সময় উপজেলা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক...