দেশ থেকে পাচার হওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যেই আংশিকভাবে ফেরত আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে বেশ দূর পর্যন্ত অগ্রগতি হয়েছে। তিনি আরও জানান, আশাকরি রাজনৈতিক সরকার এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে অর্থ ফেরত আনা কঠিন হয়ে যাবে, কারণ এটি একটি আন্তর্জাতিক অনুশীলন। পাচারকারীরা নানা কৌশলে অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে। ফলে সেটি ফেরাতে কিছুটা সময় লাগবে। অর্থ উপদেষ্টা আরও জানান, আতপ চালের মজুতে কিছু ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম...