প্রতি বছরই মল্লিকবাড়ির দুর্গাপুজো বিশেষ আবেগ জড়িয়ে রাখে। তবে এবারের উৎসবটা একটু অন্যরকম কোয়েল মল্লিকের কাছে। কারণ, এই প্রথম তিনি কন্যা কাব্যকে প্রকাশ্যে আনলেন। আর সেই মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভক্তদের হৃদয়ে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোয় দেখা যায়, সাদা শাড়ি ও খোলা চুলে স্নিগ্ধ হাসি ছড়াচ্ছেন কোয়েল। কোলে ছোট্ট কাব্য, যার দু’টি ঝুঁটি বাঁধা চুল আর টলমল হাসি একেবারে মন কাড়ছে। মায়ের কোলে বসে প্রথমবার পুজোর আনন্দ উপভোগ করছে সে। তিনটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একটিতে দেখা যাচ্ছে—স্বামী নিসপাল সিংহ রানে কোলে নিয়ে আছেন কাব্যকে। সামনে বসে রয়েছে ছেলে কবীর, যে এখন দায়িত্বশীল বড় দাদা। ছবিগুলো দেখে অনেকেই মন্তব্য করেছেন, কাব্য নাকি হুবহু কবীরের ছোটবেলার মতো! কেউ আবার মিল খুঁজে পাচ্ছেন মায়ের সঙ্গেও। তবে সবার একটাই মিলিত প্রতিক্রিয়া—ভরপুর...