ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। আসামের গুয়াহাটিতে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে আকর্ষণের কেন্দ্রে থাকবে আরেকটি ব্যাপার। আফগানিস্তানের নির্বাসিত নারী ক্রিকেটরা উপস্থিত থাকবেন মাঠে। তবে খেলতে নয়, দর্শক হিসেবেই মাঠে আসছে আফগান নারীরা। অস্ট্রেলিয়ায় নির্বাসনে থাকা আফগানিস্তানের একদল নারী ক্রিকেটার আজ গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। বিশ্ব ক্রিকেটের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করার প্রাথমিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে স্বীকৃতি পাননি দেশটির নারী ক্রিকেটাররা। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে না পারলেও অস্ট্রেলিয়ার বিভিন্ন লিগে খেলছে তারা। আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কেবল দর্শক হিসেবেই উপস্থিত থাকবেন আফগান নারীরা। এসিএ সভাপতি তরঙ্গ গোগোই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘এই বিষয়ে বিস্তারিত জানেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি আমাদের...