ইনিংসের শেষ বল। ইবাদত হোসেনের লেন্থ বল স্কুপ করে সীমানায় পাঠালেন আইচ মোল্লা। হাওয়ায় ভেসে বল গেল মাঠের বাইরে। ওই ছক্কায় ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান পেয়ে গেলেন ফিফটির স্বাদ। আত্মবিশ্বাসী ১৬১ রানের পুঁজি পায় ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ম্যাচে সিলেট বিভাগ ওই রান তাড়া করতে পারলো না। ৯ উইকেটে তাদের সংগ্রহ ১৩৮ রান। ২৩ রানের জয় পায় ঢাকা মেট্রো। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আইচ ঝড় তোলেন চারে ব্যাটিংয়ে নেমে। ৩৩ বলে ৫৩ রান করেন ৬টি চার ও ২টি ছক্কায়। তাকে সঙ্গ দেন সাদমান ইসলাম। ৩২ বলে ৪৯ রান করেন ৪টি চার ও ২টি ছক্কায়। তৃতীয় উইকেটে আইচ ও সাদমান ৯৬ রানের জুটি গড়েন। এর আগে ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ ৩২ বলে করেন ৩৬ রান। ৪টি চার ও ১টি...