নিজস্ব প্রতিবেদক: এলডিসি (Least Developed Country) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সুযোগের দ্বার খুলবে। তবে এ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে চলমান স্বল্পোন্নত দেশের কিছু সুবিধা কমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে নীতি-সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী, বাজেট সহায়তা হিসেবে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ হতে পারে। প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে, এবং আগামী ১৫ দিনের মধ্যে একটি মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান রূপালী জানিয়েছেন, বিশ্বব্যাংকের প্রাথমিক প্রস্তাবের মধ্যে শুধু এলডিসি গ্র্যাজুয়েশন ও রপ্তানিনীতি বিষয়ক প্রস্তাবে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে। অন্য প্রস্তাবগুলো আলোচনা হয়নি। আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংক চাইছে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের রপ্তানিতে সম্ভাব্য সমস্যাগুলো মোকাবিলায়...