রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি নুরাল পাগলার মাজারে হামলার পাশাপাশি সেখান থেকে তার মরদেহ তুলে পোড়ানোর মতো ঘটনা ঘটে। এটিসহ গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে দেড় শতাধিক মাজার-খানকায় হামলার খবর সামনে আসে। এসব হামলার ঘটনা সামনে এনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তরের আবেদনের পর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এদিকে মাজার রক্ষায় পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তারা সুপ্রিম কোর্টের মাজার গেটের বাইরে মিছিলও করেছে। প্রয়োজনে মাজার প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দিয়েছেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার সরিয়ে নেওয়া বা না নেওয়া নিয়ে মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবু বকর জাগো নিউজকে বলেন, ‘সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক...