সরকারি হজ প্যাকেজ ঘোষণার একদিন পর ২০২৬ সালের জন্য বেসরকারি তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের নেতারা। সংবাদ সম্মেলনে এ বছরের বেসরকারি হজ প্যাকেজ সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৫ লাখ ১০ হাজার করা হয়েছে। অন্যান্য বারের মতো এবারও হজের বিমান ভাড়া বেশি ধরা হয়েছে বলে অভিযোগ করেছে হাব। চলতি বছরের ১২ই অক্টোবর পর্যন্ত এ বছরের হজ নিবন্ধন চলবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স হজের বিমান ভাড়া কমাতে চাইলেও বিমানের...