বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথধরে আমরা সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি অডিটোরিয়ামে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলেমে দ্বীন ও ইমামগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের কল্যাণে আলেম সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে এসেছে। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী এ অগ্রযাত্রার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমসমাজকে অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখতে হবে। এসময় তিনি আরও বলেন, সামনের...