আইসিসিএলের খাবারের অনবদ্য স্বাদের অভিজ্ঞতা নিতে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব সহ অতিথিদের পূজা মণ্ডপে আসতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। এতে আইসিসিএল ক্যাটারিং, আইসিসিএল গুরমিট, মিষ্টি বেক ও চাটওয়ালা থাকছে; পূজাকে কেন্দ্র করে নিরামিষাশী পদ ও মিষ্টি সহ নানা ধরনের খাবারের ব্যবস্থা থাকছে। সংস্কৃতি, কমিউনিটি ও সম্প্রীতিকে উপলক্ষ করে আইসিসিএলের নিয়ে আসা এই আয়োজনে নানান দর্শনার্থীদের উপযোগী পদের ব্যবস্থা থাকছে। উদযাপনকে আরও বিশেষ করে তুলতে, আইসিসিএল নির্বাচিত ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট কুপন অফার নিয়ে এসেছে। এমনকি এই আয়োজন শেষ হওয়ার পরও আইসিসিএলের ক্যাটারিং ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। মান ও স্বাদের প্রতি আইসিসিএলের প্রতিশ্রুতি পুরোপুরি তুলে ধরেছে এই আয়োজন। এ বিষয়ে আইসিসিএলের সেলস অ্যান্ড মার্কেটিং কনসালট্যান্ট জোশিতা সানজানা রিজভান...