শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে খোলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে হেল্পডেস্ক। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদের সহায়তা করতে ছাত্রদলের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর ও লক্ষ্মীপুর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পূজার প্রতিটি মণ্ডপে হেল্পডেস্ক স্থাপন করে দর্শনার্থীদের পানীয় জল, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসা ও ব্লাড প্রেশার পরীক্ষার সুযোগ করে দিচ্ছেন। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে বলে জানা গেছে।পূজা আয়োজক কমিটিগুলো বলছে, এ ধরনের কার্যক্রম শুধু দুর্গাপূজার পরিবেশকেই আনন্দমুখর করছে না, বরং মুসলিম-হিন্দু মিলনমেলার এক অনন্য উদাহরণও তৈরি করছে।স্থানীয় পূজার দর্শনার্থীরা জানান, তারা বিভিন্ন গ্রাম থেকে পূজা দেখতে এসেছেন। এক দর্শনার্থী বলেন, আমরা ইতোমধ্যে ১০টির মতো মণ্ডপ...