বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে ঘিরে আবারও শুরু হয়েছে ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব। কাতালান জায়ান্টরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে স্পেন দলে তাকে খেলতে দেবে না তারা। কারণ, সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সময় যেভাবে চোটের ঝুঁকিতে পড়েছিলেন, তাতে ক্ষুব্ধ কাতালান ক্লাব। মাত্র ১৮ বছর বয়সেই গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন ইয়ামাল। তবে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে ব্যথানাশক খাইয়ে মাঠে নামায় স্পেন দল। বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে যথাক্রমে ৭৩ ও ৭৯ মিনিট খেলেন তিনি। অথচ ম্যাচগুলোতে স্পেনের তিন গোলে এগিয়ে থাকার পরও তাকে বিশ্রামে দেয়নি লা রোহার।ফলে ইনজুরি বেড়ে যায় এবং বার্সার এই তরুণ প্রতিভাকে হারাতে হয় ভ্যালেন্সিয়া, গেটাফে, রিয়াল ওভিয়েদো ও নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।হান্সি ফ্লিক ক্ষোভ লুকাননি সেই সময়, বলেছিলেন—‘এটা খেলোয়াড়ের যত্ন নেওয়ার মতো...