আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রফতানি কার্যক্রম চলমান থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। রাজস্ব ভবন থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম সই করা এ প্রজ্ঞাপন কাস্টমস হাউস ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, পানগাঁও, আইসিডি কমলাপুরসহ সংশ্লিষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সব বাণিজ্যিক ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ,...