নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই মারাত্মক বিস্ফোরণটি ‘ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর আত্মঘাতী হামলা ছিল। হামলাকারীসহ ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পাকিস্তানের আধা-সামরিক বাহিনী এফসির পোশাক পরিহিত ছিল। এ ঘটনায় দুইজন সদস্য আহত হয়েছেন।এর আগে গত শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর গুলিতে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে এক বাংলাদেশি যুবকসহ ১৭ জন নিহত হন।দেশটির সেনাবাহিনী জানায়, অভিযানে নিহত সকলেই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের ওপর হামলা চালানো হয়।নিউজজি/এস আর এর আগে গত শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর গুলিতে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে এক বাংলাদেশি যুবকসহ ১৭ জন নিহত হন।দেশটির সেনাবাহিনী...