জনগণের দেওয়া কর তাদের কল্যাণেই ব্যয় করা হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার। তিনি বলেন, স্থানীয় সরকার মানেই হলো নির্বাচিত জনপ্রতিনিধি। যিনি জনগণের কাছ থেকে কর আদায় করবেন। নাগরিকদের কাছ থেকে আদায়কৃত সে অর্থ তাদের কল্যাণেই ব্যয় করবে। এখানে কল্যাণ বলতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পরিবেশ, বিনোদনসহ অন্যান্য সামাজিক কার্যক্রমকে বোঝানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনে আয়োজনে অবহিতকরণ, স্থানীয় সম্পদ আহরণ ও হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আমিরুল কায়সার এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকারে অর্থ আদায়ের ব্যবস্থা ও আইন থাকলেও আমরা কতটুকু আদায় করতে পারছি, তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার, কুমিল্লার উপ-পরিচালক মো. মেহেদী...