গত পরশু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে। সেই ছবিটি অবশ্য বিভিন্ন গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। ছবিটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ের ছবি। তবে ছবিটি কি আসল নাকি নকল, নাকি আর্টিফেসিয়াল ইনটেলিজেন্স দিয়ে করা- সেটি নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ছবিটি অবশ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকেই। তারা দাবি করেছেন ছবিটি ট্রাম্পের কার্যালয় থেকেই প্রকাশ এবং প্রচার করা হয়েছে। আর বাংলাদেশে এবং বাইরের অনেকেই এই ছবির পোস্টমর্টেম করছেন। তারা কোথায় প্রধান উপদেষ্টার হাত, তার গ্রামীণ চেকের পাঞ্জাবির নকশা আর কোথায় ট্রাম্পের কোর্ট আর কোথায় তার আঙুল সেগুলোর দৈর্ঘ্য-প্রস্থ আর উচ্চতা মাপছেন।ছবিটি সত্য কি নকল সেই বিষয় নিয়ে আলাপে...