ইনস্টাগ্রাম আবারও বড় পরিবর্তন আনছে তাদের অ্যাপে। এবার ভারত ও দক্ষিণ কোরিয়ায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন ইন্টারফেইস যেখানে প্রথমেই দেখা যাবে রিলস পেইজ। নতুন ডিজাইন নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল ইনস্টাগ্রাম, যখন তারা প্রথমবারের মতো আইপ্যাড অ্যাপ চালু করে। নতুন ইন্টারফেইসে আগের মতো উপরে থাকবে স্টোরিজ তবে ডিএম বা ডাইরেক্ট মেসেজ বাটন চলে আসবে ন্যাভিগেশন বারের মাঝখানে। রিলস ট্যাব চলে আসবে দ্বিতীয় স্থানে। ব্যবহারকারীরা সহজেই সোয়াইপ করে ট্যাবগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। ফলোয়িং ট্যাবের অবস্থানও বদলানো হয়েছে। এখানে এখন থাকবে তিন ধরনের ফিড অপশন। ‘অল’ অপশনে পাওয়া যাবে ফলো করা অ্যাকাউন্টগুলোর সাজেস্টেড পোস্ট ও রিলস। ‘ফ্রেন্ডস’ অপশনে দেখা যাবে পারস্পরিক বন্ধুদের কনটেন্ট। আর ‘লেটেস্ট’ অপশনে একেবারে নতুন পোস্ট ও রিলস পাওয়া যাবে। যদিও এই ফিচার এখন শুধু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য...