আজ মহাষ্টমী, ৩০ সেপ্টেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন চন্দ্র থাকবেন ধনু রাশিতে এবং সূর্য কন্যা রাশিতে। ফলে দিনটি কারও জন্য সুখকর, কারও জন্য চ্যালেঞ্জে ভরা। জেনে নিন আজকের রাশিফল— মেষ: সন্তানকে নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে আইনি সমস্যার সমাধান আসতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কমবে। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। বৃষ: ধর্মীয় কাজে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। প্রেমে বাড়তি আবেগ ক্ষতির কারণ হতে পারে। মিথুন: কথার জোরে কাজ আদায় হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। অযথা বিতর্কে জড়াবেন না। কর্কট: আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পরিবারে সময় দিন। বাইরের খাবার কম খান, স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ: সামাজিক সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে অনুকূল দিন। নিজেকে প্রমাণ করতে তাড়াহুড়ো করবেন না। কন্যা: আনন্দঘন দিন কাটবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।...