উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক কর্মসূচী পরিত্যাগ করবে না, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেছেন। এটিকে ‘সার্বভৌমত্ব এবং অস্তিত্বের অধিকার ছেড়ে দেওয়ার দাবি করার সমতুল্য’ বলে বর্ণনা করেছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক সফর করার পর থেকে এই প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বার্ষিক অধিবেশনে বক্তৃতা রাখতে একজন কর্মকর্তাকে পাঠাল পিয়ংইয়ং। অধিবেশনে দেওয়া ভাষণে কিম বলেন, “ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) ওপর ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ চাপিয়ে দেওয়া সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছেড়ে দেওয়ার দাবি করার সমতুল্য এবং সংবিধান লঙ্ঘন। আমরা কখনোই সার্বভৌমত্ব ত্যাগ করবো না, অস্তিত্বের অধিকার ছাড়বো না এবং সংবিধান লঙ্ঘন করবো না।” ভাষণে তিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যবহার করেন। তিনি বলেন,...