প্রায় এক বছর ধরে এ রাস্তায় বাস করছেন কিরণীবালা। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় হারিয়ে পথের পাশে শুয়ে-বসে দিন পার করছেন। শীত, গরম, বৃষ্টি, রোদ—সবই তার জন্য সমান। পথচারীদের দয়ার ওপর নির্ভর করে খাওয়া। ওষুধ কিংবা চিকিৎসা তো এখন বিলাসিতা। এদিকে, শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শহরের পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ, আলোকসজ্জা আর আনন্দের ঝলক। কিন্তু, কিরণীবালার জন্য নেই নতুন কোনো পোশাক, নেই কোনো আনন্দ। উৎসব তার জীবনে এনে দেয় শুধুই একাকিত্বের বেদনা। স্থানীয়রা বলছেন, একজন উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের...