ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার নয়টি উপজেলার ৭৫৮টি মণ্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরকমলাপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজা দেখতে সকাল থেকে নানা বয়সি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ভিড় জমে। পূজা শেষে মিশনের পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, মহাঅষ্টমী পূজায় সকাল থেকেই বিভিন্ন বয়সি নারী, পুরুষ ও শিশুসহ ভক্তরা নতুন পোশাক পড়ে পূজা মণ্ডপে ভিড় করেন। এসময় পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাজনা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। হিন্দুশাস্ত্র অনুসারে, দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাত...