কালাচ বা কেউটে। দেশে যে দু-একটি সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় তার মধ্যে একটি। সম্প্রতি নানা জায়গা থেকে কেউটের কামড় ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সারা দেশে এই সাপের বিচরণ থাকলেও উত্তর ও দক্ষিণাঞ্চলে এদের উপদ্রব বেশি। চলতি বছর সাপেকাটা রোগীদের মধ্যে কেউটের কামড়ে মৃত্যুর সংখ্যা রাসেলস ভাইপারের চেয়েও বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এ বছরের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে সাপে কাটা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন কেউটের কামড়ে আক্রান্ত। এর পরের অবস্থানে আছে রাসেলস ভাইপারে কাটা ৫০ জন। তৃতীয় অবস্থানে কোবরার কামড়ে ৪৯ জন। অনেক সময় কোবরা ও কেউটের কামড় নির্ণয় করা কঠিন হয়ে যায়। এমন রোগীর সংখ্যা ৩১ জন। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে কেউটের কামড়ে মারা গেছেন...