এশিয়া কাপ শেষ হয়েছে দুদিন হতে চলল। তবে মাঠের বাইরের খেলা থামছে না। ফাইনালে পাকিস্তানকে হারানোর পরই শুরু ট্রফি বিতর্ক। এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না ভারত। সেই ঘটনা এখন দৈর্ঘ্যে-প্রস্তে অনেকদূর এগিয়েছে। দুদিন হলেও এখনও সমাধান হয়নি এশিয়া কাপ ট্রফির। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই উদযাপন করেছে। এখনও ভারতের হাতে শিরোপা যায়নি। এরমাঝে মহসিন নাকভি নতুন শর্ত জুড়ে দিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে তার হাত থেকেই ট্রফি নিতে হবে। আরও পড়ুনআরও পড়ুনভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি রশিদ লতিফের ভারতের গণমাধ্যম জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভির কাছেই বর্তমানে ট্রফি ও ভারতের খেলোয়াড়দের মেডেল রয়েছে। অভিযোগ করা হচ্ছে, নাকভি এগুলো দুবাইয়ের হোটেলে নিজের কাছে রেখেছেন। সূর্যকুমার যাদব ও সতীর্থরা...