৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের একটি ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতভর উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি সরবরাহ করে আটকা পড়াদের জীবিত রাখার চেষ্টা চালিয়েছেন। ধ্বংসের কারণ হিসাবে জানা গেছে, ভবনটির ভিত্তি দুর্বল ছিল এবং অনুমতি ছাড়া অতিরিক্ত সম্প্রসারণের কাজ করা হচ্ছিল। ভবন ধসের সময় স্কুলের ছেলে শিক্ষার্থীরা নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে ৬৫ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন, যার মধ্যে বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। স্থানীয় কর্মকর্তাদের মতে, মৃত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত ১০১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়াদের...