পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ‘এটা দেশের বাইরে থেকেও হতে পারে।’ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আইজিপি বলেন, ‘নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। আমরা নির্বাচনে দায়িত্ব পালনে সক্ষম বলে কনফিডেন্ট।’ এখনো ১৩৫০টি অস্ত্র উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী আরসাসহ নানা গোষ্ঠীর কাছে গেছে বলে ধারণা আইজিপির। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এই মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করেন বাহারুল আলম। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাহাড়ে চলমান অস্থিরতা ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেপ্তার করা হয়েছে, মামলা...