৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম আশ্বিন মাসের অর্ধেকও পেরোয়নি। দিনে ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষে কিছুটা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে নীলফামারীর সৈয়দপুরে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরের বিভিন্ন গরম কাপড়ের দোকানে জ্যাকেট, সোয়েটারসহ শীত নিবারণী পোশাকের মজুত কার্যক্রম জোরেশোরে চলছে। শহরের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের শীতের পোশাক তৈরি করছেন। ফলে স্থানীয় বাজারে নতুন পোশাকের সরবরাহ বাড়তে শুরু করেছে। দোকানগুলো ঘুরে দেখা গেছে—ইতিমধ্যেই অনেক দোকানদার তাদের শোরুমে রঙিন জ্যাকেট ও সোয়েটার সাজিয়ে রেখেছেন। যদিও এখনো স্থানীয় ক্রেতারা তেমন কেনাকাটায় নামে নি, তবে পাইকারি ক্রেতারা ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে এসে পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কথা হয়...