অধিকাংশ ছেলেদের অভিযোগ মেয়েদের মন বোঝা কঠিন। বিশেষ করে মেয়েদের মনে কি আছে তা জানা যায় না। আপনি কোনো মেয়ের প্রেমে পড়লে অনুভূতি প্রকাশ করতে পারেন। আর মেয়েরা প্রেমে পড়লে চট করে মুখে বলে না। তবে মেয়েরা প্রেমে পড়লে তাদের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। সাধারণত কেউ এইদিকে মনোযোগ দেয় না। কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চায়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইমোজি পাঠায়, মাই স্টোরিতে সবসময় মজার মজার প্রতিক্রিয়া পাঠায়। তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। আপনার কথা মনোযোগ দিয়ে শুনে মেয়েটি। যতই রসিকতা বা মশকরা করেন না কেন, তার সুন্দর প্রতিক্রিয়া জানায় সে। যাই বলেন হেসে জবাব দিচ্ছে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল। কথা বলতে বলতে বা আড্ডা দিতে দিতে হুট করে আপনার হাত...