ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–১’ এর শিরোপো জিতেছে বাইনারি ব্লাস্টার্স। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় ফাইনালে মুখোমুখি হয় বাইনারি ব্লাস্টার্স ও আইএসইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দল টেক্সটাইল ওয়ারিয়ার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল বাইনারি ব্লাস্টার্স। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্সে মো. আতিক রহমান এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন টেক্সটাইল ওয়ারিয়ার্সে মেহেদী হাসান । ম্যাচ শেষে বিজয়দীদের তুলে দেন আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান এবং জাতীয় ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ । এ সময় উপাচার্য বলেন, ‘পড়াশোনা আর খেলাধুলা দুটো নিয়েই তোমাদের ভবিষ্যত, আমি নিশ্চিত যে তোমরা আরও ভালো করবে। কায়সার হামিদের কথা অনুযায়ী অনেকেই...