জাগো নিউজকে নওশাবা বলেন, ‘আমি কলকাতায় যাইনি, কিন্তু মনে হচ্ছে আমার আত্মা অলিগলিতে ঘুরছে!’বিপাকে বরুণ ধাওয়ানএই ছবিতে তিনি একজন বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের শেকড় খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন রহস্যময় এক ঘটনার সঙ্গে। ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া পাচ্ছেন নওশাবা। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পাঠানো একটি ভয়েস মেসেজ।নওশাবা বলেন, ‘শ্রীলেখা আপা বলেছেন—অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম। এমন মন্তব্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটা আমার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম নয়।’নওশাবার ভাষ্যে, ‘আমি কোনো প্রত্যাশা নিয়ে অভিনয় করিনি। শুধু চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করতে। ভালো কাজই একদিন নিজের জায়গা তৈরি করে নেয়—এই বিশ্বাসেই এগিয়ে যাই।’পরিচালক অনীক দত্ত হঠাৎ একদিন নওশাবাকে মেসেজ করেন। এরপর অডিশন দিয়ে ছবির জন্য চূড়ান্ত হন...