বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এস আর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে একটি সুপেয় পানি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই প্রকল্পের মাধ্যমে এখন দৈনিক এক হাজার পরিবার সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন। বিজিবি মহাপরিচালক জানান, উপকূলীয় এলাকার মানুষের প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন, যা অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। তিনি এটিকে বিজিবির একটি মানবিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও এ লক্ষ্যে অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে...