আজ মহাষ্টমী। প্রাণের পূজায়, উৎসবের আনন্দে সাতসকালে স্নান করে খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে কলকাতায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন পূণ্যার্থীরা। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ রাজ্যের একাধিক অংশে। তার মধ্যেই চলছে অঞ্জলী। বারোয়ারি থেকে বনেদি বাড়ির পূজা, সব জায়গাতেই চলছে অষ্টমীর পূজার আয়োজন। বেলুড় মঠ, তারাপীঠ, দক্ষিণেশ্বর, বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও বনেদি বাড়িতে চলছে কুমারী পূজা। বিভিন্ন জায়গায় রয়েছে বিশেষ ভোগের ব্যবস্থা। এই সবের পরই আবার সন্ধিপূজার প্রস্তুতি। বিশুদ্ধ পঞ্জিকা মতে ৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত চলবে সন্ধি পূজা। ৬টা ৩১ মিনিটে সন্ধি পূজার বলিদান ও সন্ধি পূজা সমাপন। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন দুপুর ১টা ৪৪ মিনিটে সন্ধি পূজার বলিদান ও দুপুর ২টা ৮ মিনিটের...