গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজক কমিটির খোঁজখবর নেন।পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এখানে সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন ঘটে। আমি চাই- সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলুক।ইসলামী আন্দোলনের ১২ দিনের কর্মসূচি ঘোষণাএ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সবার কাছে উপস্থাপন করেন এবং আগামীদিনে সবাই একসঙ্গে সমাজ রাষ্ট্র উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম স্থানীয় পূজারী, যুবক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার...