শাহিদ খান আফ্রিদি তো পাকিস্তানের কিংবদন্তি। পরে খেলেছেন রিয়াজ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদিরা খেলছেন এখন। এবার পাকিস্তান দলে জায়গা করে নিলেন আরেক আফ্রিদি। তবে নামের চেয়েও তাকে ঘিরে মূল কৌতূহলের কারণ তার বয়স। এই আসিফ খান আফ্রিদির বয়স যে ৩৮ পেরিয়ে গেছে বেশ আগেই! দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েও পাকিস্তানের ক্রিকেটে খবরের শিরোনামে এসেছিলেন এই আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে ঠাঁই পেয়েছেন আরও দুই নতুন মুখ ফায়সাল আকরাম ও রোহাইল নাজির। দুজনই পাকিস্তানের হয়ে তিনটি করে টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার। ১৮ জনের এই স্কোয়াড অবশ্য চূড়ান্ত নয়। প্রথম টেস্টের আগে আরেকটু ছোট করা হবে দল। সেই দলে আফ্রিদি থাকতে পারবেন কি না, তা বলবে সময়। তবে তার এখন দলে যাক পাওয়াটাও কম...