দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের 'সিন্ডিকেট' তকমা দিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮০০ ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ, ঋণ এবং বাজারে অনেক টাকা অনাদায়ী রয়েছে। এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, শ্রমিক খরচ, কর্মচারীদের বেতন,...