ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তিসংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের বিস্তৃত পরিকল্পনাকে স্বাগত জানাই। এটি ফিলিস্তিন ও ইসরায়েলি জনগণের পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী এবং স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি বাস্তব পথ তুলে ধরবে। তিনি আরও লিখেছেন, আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ঐক্যবদ্ধ হবে এবং সংঘাতের অবসান ঘটাবে। আশা করি, শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সবাই সমর্থন করবে।এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক্সে লিখেছেন, গাজায় রক্তপাত বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা...