স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরাম মন্ডিয়াকাল্ট ২০২৫’। শতাধিক দেশের সংস্কৃতিমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত এ ফোরামে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হিসেবে যোগ দেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফোরামের উদ্বোধন করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্বোধনী অধিবেশনে সাংস্কৃতিক উপদেষ্টা ‘সাংস্কৃতিক অধিকার ও সাংস্কৃতিক অর্থনীতি’ শীর্ষক প্রথম পূর্ণাঙ্গ সেশনে বক্তব্য রাখেন। ফারুকী বলেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপ দিয়েছে। তিনি তুলে ধরেন, কীভাবে দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক বিভাজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়ে সমাজকে ভেঙে দিয়েছে। তিনি আশ্বাস দেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এসব বিভাজন সতর্কভাবে মোকাবিলা করবে এবং অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবে। উপদেষ্টা ফারুকী সাম্প্রতিক আনন্দ শোভাযাত্রার উদাহরণ দেন, যেখানে ৫৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সব জাতিগোষ্ঠী মিলে কেন্দ্রীয়ভাবে নববর্ষ...