ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসারের কক্ষে চেয়ারে বসে রোগী ভর্তি নিচ্ছেন সিকিউরিটি গার্ড—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার সময় ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসারের কক্ষে চিকিৎসকের অনুপস্থিতিতে চেয়ারে বসে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ড তামিম হোসেন রোগী ভর্তি নিচ্ছেন। সে সময় দায়িত্বপ্রাপ্ত জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নিশাত সেখানে ছিলেন না। জানা যায়, ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলী হোসেন এই দৃশ্যটি ধারণ করেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলী হোসেন বলেন, ‘আমি মোটরসাইকেলে চড়তে গিয়ে কিছুদিন আগে ব্যথা পেয়েছিলাম। চিকিৎসা নিয়েছিলাম কিন্তু ইনফেকশন হয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে সোমবার বিকালে ডাক্তার দেখাতে যাই। সেখানে...