ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠানের পরিচালনা করেন স্বামী সুমধুরানন্দ মহারাজ। তিনি শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের কোষাধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন। এছাড়া পূজারীর দায়িত্ব পালন করেন নীল রতন ঝা। উল্লেখ করা যেতে পারে, মা দুর্গার যে কয়টি রূপ আছে তার মধ্যে কুমারী অন্যতম। মূলত মা দুর্গাকে শিশু রূপে যে পূজা করা হয় তাকেই কুমারী পূজা বলা হয়। এজন্য প্রতিবছর অষ্টমী পূজার দিন এই পূজার আয়োজন করা হয়। এ বছর শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত উক্ত পূজা অনুষ্ঠিত হয়। এ বছর কুমারী হিসেবে যে দেবীকে পূজিত করা হয় তার নাম অসমী মজুমদার। তার পিতার নাম দীপক মজুমদার, মাতার নাম কৃষ্ণা ব্যানার্জি। বাসা চর কমলাপুর। সে সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী...