মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশমিত করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে এক ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রার্থী হিসেবে ফের নির্বাচনী ময়দানে থাকা ট্রাম্প এ পরিকল্পনাকে ‘শেষ সুযোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, উভয় পক্ষ পরিকল্পনা মেনে নিলে যুদ্ধ বন্ধ হবে এবং গাজাবাসীর জন্য শুরু হবে পুনর্গঠনের নতুন অধ্যায়। ২) পুনর্গঠন হবে শুধুমাত্র গাজাবাসীর কল্যাণের জন্য—অবকাঠামো, হাসপাতাল ও শিক্ষা খাতে বিশেষ নজর দেওয়া হবে। ৩) পরিকল্পনা মেনে নিলেই যুদ্ধ তৎক্ষণাৎ বন্ধ হবে, ইসরায়েল বাহিনী নির্দিষ্ট সীমারেখায় সরে যাবে। ৪) চুক্তি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি (জীবিত ও মৃত) মুক্তি পাবে। ৫) জিম্মি বিনিময়ে ইসরায়েল ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীসহ প্রায় ১,৭০০ ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তি দেবে। ৬) শান্তিপূর্ণ সহাবস্থানের শর্তে অস্ত্র...