খবর টি পড়েছেন :১৫৮ছেলেদের ক্রিকেট এশিয়া কাপ শেষ হতে না হতেই ভারতকে মাঠে নামতে হচ্ছে নারী বিশ্বকাপের ম্যাচ খেলতে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নারীদের ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও তারা। স্বাগতিক হওয়ায় নারী বিশ্বকাপ ঘিরে উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে দেশটিতে। ভারতীয়দের কাছে এবারের পুজোর ছুটি হতে পারে ক্রিকেটময়।মেয়েদের বিশ্বকাপ আসরের পর্দা উঠছে আসামের গৌহাটি থেকে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচ আছে এ ভেন্যুতে। নিগার সুলতানা জ্যোতিরা শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ করে গৌহাটিতে পৌঁছাবেন। দেশের খুব কাছের ভেন্যুতে দুটি ম্যাচ খেলে বিশাখাপত্তনমে যাবেন তারা।মেয়েদের এই ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যু কলম্বোয় আয়োজন করতে হচ্ছে লিগের ১১টি ম্যাচ। পাকিস্তান তাদের সাতটি ম্যাচই খেলবে কলম্বোতে। আট দলের বিশ্বকাপে পাকিস্তান...