গাজীপুর-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন আমি নির্বাচিত হতে পারলে শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য সংসদে প্রথম অধিবেশনে তার প্রস্তাব রাখবো। এছাড়া শিক্ষার মান উন্নয়নের জন্য মসজিদ-মাদ্রাসার স্কুল কলেজ কারিগরি প্রতিষ্ঠান স্থাপন শিক্ষা বৃত্তি চালু জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল কমিউনিটি ক্লিনিক এবং সমাজের অবকাঠামো উন্নয়নের রাস্তাঘাট ব্রীজ কালভার্ট সেতুসহ ড্রেনের ব্যবস্থার উন্নয়ন অগ্রাধিকার দেওয়া হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সফিপুর বাজারে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তিনি তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গাজীপুর -১ আসনের জনগণের সেবা ও উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১...