৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম কাল বুধবার (১ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মিলনে এই টানা ছুটি উপভোগ করতে পারবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছে সরকারি দফতর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম কিছুটা ভিন্ন। অনেক বেসরকারি অফিস শনিবার খোলা থাকে, ফলে সেখানে কর্মীরা তিন দিনের ছুটি পাবেন। প্রতিষ্ঠানভেদে ছুটি বাড়তিও হতে পারে।...