কাতার যে গাজা নয়, তা বোধহয় শেষ পর্যন্ত বুঝতে পেরেছে ইসরায়েল। কাতারে বিমান হামলার জেরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে ক্ষমা চেয়েছেন। তিনি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে কাতারকে বড় ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত আছেন বলে নেতানিয়াহু জানিয়েছেন। ট্রাম্পের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনানেতানিয়াহুর এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফিলিস্তিন ইস্যুতে তিনি মিত্রদের তোপের মুখে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাঁর উপস্থিতিতেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু এবং কাতারে হামলার জন্য ক্ষমা চান। কাতারের প্রধানমন্ত্রী আল থানি নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি অঙ্গীকার করেছেন যে, আঞ্চলিক...