৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম খুলনায় এক দিনেই চারজনের লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, লাশটি প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...