বিপুল উৎসাহ-উদ্দীপনা আর অসুর বিনাশের আরাধনার মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা উদযাপন হয়েছে। দেশের মধ্যে একমাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়।পূজায় এবার কুমারী হিসেবে অদিত্রী দাস দিশানকে দেবী আসনে অধিষ্ঠিত করা হয়। এ সময় ভক্তরা কুমারী দেবীকে প্রণাম করে নিজেদের সুখ, শান্তি এবং দেশের মঙ্গল কামনা করেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর ডুয়েট ক্যাম্পাসের অস্থায়ী মন্দিরে কুমারী পূজা শুরু হয়।ঢাক-ঢোলের তালে তালে আর উলু ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজা। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মা’-এর পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজার শেষে প্রধান পূজারি দেবীর আরতি নিবেদন করে দেবীকে প্রণাম করেন। পূজার মন্ত্র পাঠ করে...