ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবনধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। সুরাবায়া শহরের তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ওই দুর্ঘটনা ঘটেছে। পূর্ব জাভার উদ্ধারকারীরা স্কুলের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও ১০১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবন ধসে পড়ার সময় যারা আটকা পড়েছে তাদের অনেকেই কম বয়সী ছেলে। তারা নামাজের জন্য জড়ো হয়েছিল...