পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে অক্টোবরে ১২ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জনসংযোগ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ অক্টোবর রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে গণমিছিল করা হবে। এরপর ১২ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।’ সংবাদ সন্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত ৫ দফা দাবি মেনে নেওয়া। সরকার যদি জনগণের দাবি...